যিনি লেখেন, তিনিই লেখক নয়। লেখকের লেখা কিংবা সৃষ্টিকর্ম হয় সৃজনশীল এবং স্বতঃস্ফূর্ত । জীবনকে গভীরভাবে দেখার এবং সেই জীবনবোধ প্রকাশ করার সৌন্দর্য থাকে তার লেখায়। শব্দ চয়ন, বাক্য গঠন এবং লেখার বুনন হয় শক্ত। যুগের পর যুগ লেখার বিষয়বস্তু গেঁথে থাকে পাঠকে হৃদয়ে। সময়ে সময়ে সেটা অনুরণিত হয়। এভাবেই যারা প্রকৃত লেখক তারা পাঠক প্রিয়তা না পেলেও তাদের লেখা টিকে থাকে কালের সাক্ষী হয়ে। বইপোকা, এমনই সব কালজয়ী লেখকদের সৃষ্টিকর্মের সম্ভার গড়ার ক্ষুদ্র প্রয়াস!