লেখক | : মুফ্তী সুলতান মাহমুদ |
ক্যাটাগরী | : ইসলাম ধর্মীয় |
প্রকাশনী | : ইসলামিক ফাউন্ডেশন |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ৬৫ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
আমাদের দেশে ব্যাপক ভাবে তাজবীদ শিক্ষা প্রচলন না থাকায় আমরা কুরআন তেলাওয়াত ও নামাজে কত যে ভুল করি তার কোন সীমা-পরিসীমা নেই। কারণ আমাদের মাতৃভাষা আরবী নয় কিন্তু নামাজের প্রতিটি শব্দই উচ্চারণ করতে হয় আরীবতে এবং উচ্চারণ করি খুব তাড়াতাড়ি করে। এতে বহুত ভুল করে ফেলি। আরবী উচ্চারণের ধারার সঙ্গে যেহেতু বাংলা উচ্চারণের ধারার কোন মিল নেই এবং যেহেতু আমরা বেশির ভাগ লোকই আরবী শব্দের অর্থ জানিনা, তাই কি বলতে যে কি বলে ফেলি কয়জনে তার খোঁজ রাখি? হাজারে প্রায় ৯৯ জনই খোঁজ রাখি না যে নামাজে এমন কতকগুলি শব্দ আছে যার উচ্চারণ সঠিক না হলে অর্থ সম্পূর্ণভাবে বিপরীত হয়ে যায়। এ কারণে বাংলায় তাজবীদের কিতাব থাকা এবং তা শিখানোর ব্যবস্থা থাকা একান্ত জরুরী। বর্তমানে বাংলায় লেখা তাজবীদের কিতাব পাওয়া যায় যথেষ্ট। এ কারণে আমি অনেকগুলো ইসলামী বই লিখলেও তাবী লিখতে যাইনি। কিন্তু আমি তাজবীদ সম্পর্কে মুখেও বলি এবং লোকদের শিক্ষা দেয়ার কাজও মাঝে মাঝে করি। এতে আমার পাঠক ও শিক্ষার্থীদের অনেকেই আমাকে এর উপর একখানা বই লেখার জন্যে অনুরোধ অনেক দিন থেকেই করে আসছেন। এরপর আমি দেখছি বর্তমান বাজারে চালু তাজবীদের কিতাবগুলো কিছু কিছু ব্যাপারে সঠিক ব্যাখ্যা আসেনি, তাই একান্ত বাধ্য হয়েই আমি এটা লেখার কাজে হাত দিয়েছি। এতে তাজবীদ শেখার অন্তরায় সম্পর্কেও আমার কিছু মন্তব্য পেশ করা হয়েছে এবং যেগুলো লেখা বেশী প্রয়োজন মনে করেছি, মাত্র সেই গুলোই এতে লেখার চেষ্টা করেছি। আল্লাহই জানেন তা কতটুকু সফল। কোন ভুল ত্রুটি ধরা পড়লে পরে তা সংশোধন করা হবে ইন্শা আল্লাহ।