| লেখক | : অ্যার্জে | 
| ক্যাটাগরী | : কমিকস | 
| প্রকাশনী | : আনন্দ পাবলিশার্স (ভারত) | 
| ভাষা | : বাংলা | 
| পৃষ্ঠা | : ৬৬ পাতা | 
| মুল্য | : ০.০০৳ | 
| রেটিং | : 
                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                        (০)
                         | 
| কোন ডাউনলোড রেকর্ড নেই | |
 
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
            দ্যা ব্রোকেন কান (১৯৩৭) একটি রোমাঞ্চকর অনুসন্ধানের গল্প। টিনটিন একটি চুরি করা ফেটিশ উদ্ধার ের জন্য দক্ষিণ আমেরিকা রওনা হয়। সেখানে সব ধরনের স্বার্থ দ্বন্দ্বে রয়েছে: সামরিক, অর্থনৈতিক এবং গ্রান চাকোর যুদ্ধ যা গত তিন বছর ধরে বলিভিয়া এবং প্যারাগুয়ের বিরোধিতা করে আসছে। একটি ছোট আরুম্বায়া মূর্তি একটি জাদুঘরে চুরি করা হয়েছে, তারপর ফিরে এসেছে। যদিও টিনটিনকে একটা ছোট্ট বিবরণ বলবে যে আসল টার বদলে একটা রেপ্লিকা ফেরত দেয়া হয়েছে। এই ছোট মূর্তির আড়ালে অবশ্যই একটা গোপন ীয়তা লুকিয়ে আছে যেহেতু তার ডাকাতি সাবধানে লুকিয়ে ছিল। দক্ষিণ আমেরিকায় টিনটিন এই রহস্যের চাবিকাঠি খুঁজে পাবে।