লেখক | : শাহাবুদ্দীন আহমদ |
ক্যাটাগরী | : আত্নজীবনী |
প্রকাশনী | : ইসলামিক ফাউন্ডেশন |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ৫৭৯ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
মানুষের কথা তিনি বলেছেন কিন্তু তা প্রচারের ভাষায় নয়। দেশ, জাতি, ধর্মের কথা তিনি বলেছেন কিন্তু তা বাগ্মিতার ভাষায় নয়—পরিসূত কবিতার। ভাষাই তার ভাষা—এই কবি ফররুখ আহমদ। একজন সাধারণ কবির হাতে যা হয় গদ্যফররুখের অলৌকিক প্রতিভার স্পর্শে তা ইয়াকুত, নীলা ও জওহারে রূপান্তরিত হয়েছে । সােচ্চারিত হৃদয়ের বাণী হলেও বাগ্মিহীন ভাষায় তা উদ্বেল হয়নি-এলায়িত পেশীকে তা সুসংগঠিত করে। তুলেছে অথচ তাতে এসেছে কাঠিন্যের আশ্লেষে পেলবতার লাবণ্য। আর যেহেতু তার সমস্ত চিন্তা বিশ্ব মানুষের কল্যাণে সমর্পিত, তাঁর সমস্ত ভালবাসা নিগৃহীত মানুষকে নিয়ে অবিতিত। এবং যেহেতু আত্মকেন্দ্রিকতার ঘূণ্য ফাঁদ তাঁকে বন্দী করতে অপরাগ, তাই দেশ-কাল-পাত্রের সীমাকে তার প্রতিভা অনায়াসে গেছে অতিক্রম করে তিনি হয়ে উঠেছেন শিল্পের প্রথিতযশা অমর সন্তানদের অন্যতম ! প্রাণস্পর্শী চিত্ত-উদ্দীপক ভাষা ও হীরকোজ্জ্বল চিত্রকল্পে সমদ্ধ এই কবি-শিল্পীর কাব্যগৃহে প্রবেশ করলে মনে হয় আমরা এক আশ্চর্যগন্তীর প্রাসাদে প্রবেশ করেছি—যার দেয়ালের রত্নখচিত। কারু কাজ দর্শকের মনে সন্মােহন সৃষ্টি করে।