লেখক | : আহসানুল হক |
ক্যাটাগরী | : ইসলাম ধর্মীয়, ভ্রমণ কাহিনী |
প্রকাশনী | : শব্দগুচ্ছ |
পৃষ্ঠা | : ৩৩ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
পদব্রজে ইবনে বতুতা ভ্রমন করেছিলেন ৭৫,০০০ মাইল দীর্ঘপথ, যা তিনবার ভূ-প্রদক্ষিণের সমান। পৃথিবীর সর্বকালের সেরা একজন পর্যটক হিসেবে ইবনে বতুতাকে গণ্য মা হয়। তিনিই আরব বিশ্বের সর্বাধিক খ্যাতিমান পর্যটক এবং ভ্রমণ-বিষয়ক একটি অসাধারণ গ্রন্থের রচয়িত। পারিবারিক ঐতিহ্য অনুসারে ইসলামি শিক্ষায় শিক্ষা লাভ করে মাত্র ২১ বছর বয়সে তিনি নিজ শহরের এক কাফেলার সাথে মক্কা আসেন হজ করতে। এই রু হলাে তাঁর ভ্রমণজীবন। হজ পালন শেষে তিনি অন্যদের মতে ফিরে না গিয়ে ভ্রমণ অভ্যিানে বের হন। আরব, পারস্য, মিসর, সিরিয়াসহ নানা দেশ ঘুরে শীর্ষস্থানীয় মুসলিম মনীষী তথা জ্ঞানগুণী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে লাগলেন; ধর্ম-বিজ্ঞান-সাহিত্য বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করেন। ধীরে ধীরে তাঁর নাম আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। চোখে ছিল তাঁর দেখার নেশা আর অন্তরে জ্ঞানের ক্ষুধা। এ দুটো আঁকে ছুটিয়ে নিয়ে চলল দেশের পর দেশ। তিনি একাধারে মুসলিম পণ্ডিত, আইন, বিচারক, পর্যটক এবং ভূগােলজ্ঞ। ত্রিশ বছরের বেশি সময় ধরে তিনি পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। মুসলিম বিশ্বের বাইরেও তিনি নানা দেশ ভ্রমণ করেছেন। আফ্রিকা, পূর্ব-ইউরােপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, মধ্যএশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনের বহু স্থানে গিয়েছেন এমনকি আজকের বাংলাদেশেও তাঁর পদধূলি পড়েছিল। বিশ্বজয়ী ইবনে বতুতার রােমাঞ্চকর দুঃসাহসিক অভিযান কাহিনি বর্ণিত হয়েছে এই গ্রন্থে।