| লেখক | : মুনীর চৌধুরী | 
| ক্যাটাগরী | : প্রবন্ধ | 
| প্রকাশনী | : আহমদ পাবলিশিং হাউজ | 
| ভাষা | : বাংলা | 
| পৃষ্ঠা | : ২৫২ পাতা | 
| মুল্য | : ০.০০৳ | 
| রেটিং | : 
                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                        (০)
                         | 
| কোন ডাউনলোড রেকর্ড নেই | |
 
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
            মীর মানস মুনীর চৌধুরীর প্রথম সমালােচনা-গ্রন্থ। তার আগে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের গবেষণাপত্র সাহিত্য পত্রিকায় প্রকাশিত তাঁর 'ড্রাইডেন ও ডি.এল. রায়' প্রবন্ধের কিছু কপি গ্রন্থাকারে প্রচারিত হয়েছিল (১৯৬৩), তবে লেখক নিজেই তাকে প্রবন্ধের অধিক মর্যাদা দিতে চাননি। পরে এই রচনাটি যখন তুলনামূলক সমালোচনা (১৯৬৯) গ্রন্থের অন্তর্ভুক্ত হয়, তখন তার ভূমিকায় তিনি একে প্রবন্ধ বলেই উল্লেখ করেছিলেন । মীর-মানসবকে তাই তাঁর প্রথম সমালাচনা- গ্রন্থ বলা অযৌক্তিক নয়। মীর-মানস বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ১৯৬৫ সালে। মীর মশাররফ হােসেন ও তাঁর রচনা সম্পর্কে আটটি রচনা এতে সংকলিত হয়েছে। প্রবন্ধগুলি ১৯৫৩ থেকে ১৯৬৪ সালের মধ্যে লেখা। বইয়ের ভূমিকায় লেখক যেমন উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে এম এ শ্রেণির পাঠ্যতালিকায় মীর মশাররফ হােসেনের রচনাবলি অন্তর্ভুক্ত হলে তা পড়াবার দায়িত্ব অর্পিত হয় মুনীর চৌধুরীর ওপরে। মশাররফ হােসেনের সব রচনা তখন সুলভ ছিল না। বিদ্বানদের মধ্যে যিনি যে-বই খুঁজে পান, তিনি সে বইকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে সে-সম্পর্কে লেখেন। এমনকি, মুনীর চৌধুরী যেমন মন্তব্য করেছিলেন, কোনাে কোনাে সমালােচক কোনা গ্রন্থ 'দেখেন নি বলে সে-সম্পর্কে 'স্বাধীন ও পৃথক মত প্রকাশ করায় কোনাে অসুবিধা বােধ করেন নি। তাতে পাঠকসমাজে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হয়। এই অবস্থায় মুনীর চৌধুরী মশাররফ হােসেনের বইপত্র অনুসন্ধান করতে এবং সে- সম্পর্কে লিখতে শুরু করেন। প্রথমে, ১৯৫৬ সালে লেখেন বসন্তকুমারী নাটক', দু বছর পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের গবেষণাপত্র সাহিত্য পত্রিকায় (বর্ষা ১৩৬৫) মুদ্রিত হয়।