লেখক | : কৃষণ চন্দর |
ক্যাটাগরী | : উপন্যাস |
প্রকাশনী | : মুক্তদেশ প্রকাশন |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ৯১ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
‘ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’
- মানিক বন্ধ্যোপাধ্যায় সমাজের হতদরিদ্রদের যন্ত্রণার প্রতি স্রষ্টার অবজ্ঞা দেখেই হয়ত উক্তিটি করেছিলেন।
কৃষ্ণ চন্দর "ভগবানের সাথে কিছুক্ষণ " বইতে ভগবানকে ভদ্রপল্লীর বাইরে বস্তিতে নিয়ে এসেছেন।
ভগবান এক পূত পবিত্র বাচ্চা ছেলের সন্ধানে মর্তে আসেন , যাকে কোন পাপ স্পর্শ করেনি। যে সৃষ্টির আদিতে বানানো পূণ্যবান শিশুদের প্রতিনিধি। এই উদ্দেশ্যে ভগবান তার মানব সংগী তথা লেখককে নিয়ে বেরিয়ে পড়ে বোম্বের রাস্তায়। কিন্তু
বারবার মানুষের কাছ থেকে ভগবান লাঞ্চনা, আঘাত আর ধোঁকা ছাড়া কিছুই পেল না। নিজের সর্বশ্রেষ্ট সৃষ্টির এহেন অবস্থা দেখে ভগবান যেন নিজেই অস্তিত্বের সংকটে পড়ে যান।
কিন্তু যে ভগবানের উপরই আমরা ভরসা রাখি তার এত তাড়াতাড়ি হাল ছাড়লে কি চলে। তিনি তার খোঁজ চালিয়ে যান আর প্রতিবার মানবসমাজের আরো অন্ধকারাচ্ছন্ন দিকটা আবিষ্কার করেন।
বইটাতে শ্লেষ আর বিদ্রুপের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে আমাদের সমাজ গোড়াতেই পচে যাচ্ছে ।