আবদুল হক চৌধুরী

আবদুল হক চৌধুরী (জন্ম: ২৪ আগস্ট, ১৯২২ - মৃত্যু: ২৬ অক্টোবর, ১৯৯৪) চট্টলবিদ নামে পরিচিত ইতিহাসবিদ। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের অনুসারি ছিলেন। তিনি চট্টগ্রাম, সিলেট এবং আরাকানের ইতিহাস সম্পর্কে গবেষণা করে খ্যাতি অর্জন করেন। ইতিহাসবিদ হিসেবে তার কাজের স্বীকৃতিস্বরূপ তাকে একুশে পদক দেয়া হয়।  আবদুল হক চৌধুরীর স্মৃতি রক্ষার্থে গনপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্র্ণালয় কর্তৃক নোয়াজিষপুরে স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালা নির্মানাধীণ।

আগে মনে করা হত চট্টগ্রাম পানিতে নিমজ্জিত ছিল এবং এই অঞ্চলের বিশেষ কোন ইতিহাস নেই। কিন্তু আব্দুল হক চৌধুরী প্রমাণ করেছিলেন চট্টগ্রামের সুপ্রাচীনকালের ইতিহাস। ছোটবেলা থেকেই পুঁথি সংগ্রহে তাঁর তুমুল আগ্রহ ছিল। এখান থেকেই মূলত চট্টগ্রামের ইতিহাস নিয়ে তার আগ্রহ শুরু হয়। তিনি তার জন্মস্থান রাউজানের পার্শবর্তী উপজেলা যেমন হাটহাজারী, ফটিকছড়ি ইত্যাদি অঞ্চল নিয়েও গবেষণা করেন। চট্টগ্রামের নামের উৎপত্তির সবরকম উৎস তিনি তার লেখায় তুলে ধরেছিলেন।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী

আবদুল হক চৌধুরী এর বইসমুহ

কোন বই খুজে পাওয়া যায়নি
খোজা হচ্ছে...