প্রণব ভট্ট

প্রণব ভট্টের জন্ম ৫ জানুয়ারি ১৯৫০। নােয়াখালীর মাইজদীতে। শিক্ষাগত যােগ্যতা স্নাতকোত্তর। তিনি কতটা নাট্যকার, কতটা কথাসাহিত্যিক- এ প্রশ্নের উত্তর হয়তাে তিনি নিজেও জানেন না। তার। সফলতা নাটকে যতটা উপন্যাস-গল্পেও ততটাই। এ মুহুর্তে অল্প ক’জন জনপ্রিয় লেখকের নাম বলতে গেলে তার নাম বলতে হয়। উপন্যাস, বিশেষত প্রেমের উপন্য তিনি একটি নিজস্ব। গতিময় সাবলীল ধারা তৈরি করেছেন। পাঠকরাও পছন্দ করছে তার এই গতিময় গদ্যরীতি। পড়লেই পাঠকদের ভালাে লেগে যায়, তাই বিক্রি হয়। দেদার। প্রেমের উপন্যাস লিখলেও সেখানে জীবন, বিশেষত জীবনের নানা জটিলতা, দৈন্য, ঘাতপ্রতিঘাত পরিস্ফুট থাকে। চলমান জীবনের নানা অসঙ্গতিও তিনি লেখেন তার কাহিনীতে সাবলীল ভাষায়। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের ওপরে। উল্লেখযােগ্য গ্রন্থ- প্রেয়সী, কাজল কালাে চোখ, চাদমুখ মেয়ে, বাতিল, ভূতটা বড় বিশ্রী ছিল, মৌমিতা ভালােবেসেছিল, পুতুলের মতাে মেয়ে, প্রিয়দর্শিনী ইত্যাদি।। বিভিন টেলিভিশন চ্যানেলের জন্য নাটক রচনা। করেছেন অসংখ্য। উল্লেখযােগ্য নাটক- ‘সােনার কাকন', 'আংটি', 'বন্যার চোখে জল’, ‘হিয়ার মাঝে’, ‘গাঁও গেরামের কিস্সা’, ‘হ্যালাে চেয়ারম্যান সাব', শীর্ষবিন্দু' প্রভৃতি। গল্প-উপন্যাস এবং টিভি নাটক রচনার স্বীকৃতি হিসেবেও পেয়েছেন অসংখ্য পুরস্কার। উল্লেখযােগ্য পুরস্কারের মধ্যে রয়েছে- বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার, ইউরাে শিশু সাহিত্য পুরস্কার এবং কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) পুরস্কার।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী