মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

প্রফেসর মােহাম্মদ মনিরুজ্জামান মিঞা ১৯৩৫ সালের ১লা মে জন্ম গ্রহণ করেন । তিনি ১৯৫৭ সালে ভূগােল বিষয়ে এম, এস-সি. ডিগ্রী লাভ করার পর জগন্নাথ কলেজে অধ্যাপনা আরম্ভ করেন। ১৯৬২ সালে তিনি ফরাসি সরকারের বৃত্তি নিয়ে ফ্রান্সে গমন করেন এবং ১৯৬৬ সালে পারী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট উপাধিতে ভূষিত হন। ঐ বছরই ডঃ মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগােল বিভাগে সিনিয়র লেকচারার হিসাবে যােগদান করেন। ১৯৭৭ সালে তিনি যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ে পানি সম্পদ উন্নয়ন সম্পর্কে পােস্ট-ডক্টরাল প্রশিক্ষণ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন ডঃ মােহাম্মদ মনিরুজ্জামান মিঞা বিভাগীয় চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডীন ও সিনেট-সিন্ডিকেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্থার সদস্য হিসাবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের মার্চ মাসে ডঃ মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়ােগ লাভ করেন। তিনি ১৯৯২ সালের নভেম্বর মাসে সেনেগালে রাষ্ট্রদূত হিসাবে নিয়ােজিত হন ও তিন বছর পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেন । নদী-রূপ বিজ্ঞান, পানিসম্পদ, পরিবেশ, গ্রামীণ উন্নয়ন ও আঞ্চলিক সহযােগিতা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে তাঁর পুস্তক ও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি এ সব বিষয়ে বিভিন্ন গবেষণা প্রকল্পের সাথে যুক্ত। মাতৃভাষা বাংলা, ইংরাজি ও ফরাসি ভাষায় দক্ষতা ও স্প্যানিশ ভাষার সাথে তার প্রাথমিক পরিচিতি রয়েছে। তিনি অনেকগুলি বিদ্বৎ সংস্থার বিভিন্ন সময়ে সভাপতি, নির্বাহী প্রধান ও সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি বিভিন্ন সংস্থার সাথে যুক্ত। এ ছাড়া তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় দেশের চলমান রাজনীতি, আন্তর্জাতিক ঘটনাবলী, পানিসম্পদ ও পরিবেশ বিষয়ে কলাম লিখে থাকেন।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী