মোহাম্মদ নাসির আলী

Md. Nasir Ali বিখ্যাত শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর জন্ম ১০ জানুয়ারি ১৯১০ সালে বিক্রমপুরে । পড়াশোনা করেছেন তেলিরবাগ কালীমোহন দূর্গামোহন ইনস্টিটিউশনে । এন্ট্রাস পাস করেছেন ১৯২৬ সালে স্বর্ণপদক সহ । পরবর্তীতে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে । চাকরি জীবনের শুরুত্ব অবিভক্ত ভারতের কোলকাতা হাইকোর্টে । ’৪৭ পরবর্তী সময়ে একই সাথে প্রকাশনা ও ঢাকা হাইকোর্টে চাকরি করেছেন । প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তানের প্রতিষ্ঠাতা অংশীদার । শিশু সাহিত্যের উপর প্রবর্তিত প্রায় সবগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন । এরমধ্যে ইউনেস্কো, বাংলা একাডেমী, জাতীয় গ্রন্থকেন্দ্র, ইউনাইটেড ব্যাংক, লাইব্রেরী অব কংগ্রেস, যুক্তরাষ্ট্র, ইসলামিক ফাউন্ডেশন উল্লেখযোগ্য । অধুনালুপ্ত দৈনিক আজাদ পত্রিকার ‘মুকুলের মহফিলী” শিশু বিভাগের প্রধান হিসেবে “বাক্যবান” নামে সমধিক পরিচিত । ফটোগ্রাফি, সেলাইকর্ম, রবীন্দ্র-নজরুল সংগীতের একনিষ্ঠ ভক্ত ছিলেন । তিনি ১৯৭৫ সালের ৩০ জানুয়ারি মৃত্যুবরণ করেন ।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী