অনিতা অগ্নিহোত্রী

'অনিতা অগ্নিহোত্রী (জন্ম ২৪ সেপ্টেম্বর ১৯৫৬) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তাঁর সাহিত্যকর্মসমূহ বিভিন্ন ভারতীয় ভাষা সহ ইংরেজি, স্ভেনস্কা ও ডয়েচ ভাষায় অনূদিত হয়েছে। তিনি ভারতীয় প্রশাসনিক সেবা থেকে অবসরগ্রহণ করেছেন। 

অনিতা অগ্নিহোত্রী (পিতৃপদবি চট্টোপাধ্যায়) কলকাতায় জন্মগ্রহণ করেন। এই শহরেই তিনি পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর উপাধি লাভ করেন।

১৯৮০ সালে তিনি ভারতীয় প্রশাসনিক সেবার ওড়িশা ক্যাডারের জন্য নির্বাচিত হন। পরবর্তী ৩৭ বছরে তিনি ভারত সরকারের বিভিন্ন প্রশাসনিক পদে নিযুক্ত ছিলেন। ১৯৯১ সালে তিনি সাময়িক কর্মবিরতি নিয়ে ইংল্যান্ডের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর পাঠ সম্পূর্ণ করেন। ২০১৬ সালের তিনি ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন বিভাগের সচিব রূপে অবসরগ্রহণ করেন। অনিতা শৈশব থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। সাহিত্যিক বিমল কর তাঁকে সাহিত্যচর্চায় উৎসাহিত করেন। কৈশোরে তিনি সত্যজিৎ রায় সম্পাদিত জনপ্রিয় কিশোর পত্রিকা সন্দেশ-এ নিয়মিত লিখতেন। এই অভ্যাস তাঁকে আত্মবিশ্বাস জোগায় এবং সাহিত্যচর্চা সম্পর্কে ধারণা জোগায়। তাঁর লেখার মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষদের জীবনসংগ্রাম এবং মানুষ ও প্রকৃতির সম্পর্কের কথা উঠে আসে।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী

অনিতা অগ্নিহোত্রী এর বইসমুহ

কোন বই খুজে পাওয়া যায়নি
খোজা হচ্ছে...