দীনেশরঞ্জন দাশ

দীনেশরঞ্জন দাশ (২৯ জুলাই ১৮৮৮ — ১২ মে ১৯৪১), প্রখ্যাত 'কল্লোল' পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

দীনেশরঞ্জন দাশের জন্ম বৃটিশ ভারতের (বর্তমানে বাংলাদেশের) ফরিদপুর জেলার কুঁয়রপুরে ১৮৮৮ খ্রিস্টাব্দের ২৯ শে জুলাই। পিতা কৈলাসচন্দ্র দাশ ছিলেন নব বিধান ব্রাহ্ম সমাজের উচ্চপদস্থ কর্মচারী ও মাতা ইচ্ছাময়ী দেবী ছিলেন ধর্মপ্রাণা ও দৃঢ়চেতা রমণী। তাঁদের চারপুত্র (মনোরঞ্জন বিভুরঞ্জন, দীনেশরঞ্জন ও প্রিয়রঞ্জন) এবং তিন কন্যার (চারুবালা,তরুবালা ও নিরুবালা) মধ্যে তৃতীয় পুত্র ছিলেন দীনেশরঞ্জন। তিনি চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন। কিন্তু স্বদেশী আন্দোলনের প্রভাবে কলেজ ত্যাগ করেন। কার্টুন ও ছবি আঁকা ছিল তার সহজাত গুণ। কিছু দিন আর্ট স্কুলে শিল্প শিক্ষাও লাভ করেন। কিন্তু তার অতি অল্প বয়সেই পিতা পরলোক গমন করেন এবং এরপর পরিবারের সবাই কলকাতায় চলে আসেন।

১৯৪০ খ্রীষ্টাব্দের আগষ্ট মাসে মুক্তিপ্রাপ্ত হেমচন্দ্র চন্দ্র পরিচালিত 'প্রতিশ্রুতি' ছায়াছবিতে অভিনয়ের কাজ শেষ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। ডিউডোনাল আলসারে আক্রান্ত হয়ে মাসখানেক রোগ ভোগের পর কলকাতায় বড়দিদি চারুবালা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরস্থিত বাসভবনে ১৯৪১ খ্রীষ্টাব্দের ১২ই মে সোমবার অকৃতদার দীনেশরঞ্জন প্রয়াত হন।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী

দীনেশরঞ্জন দাশ এর বইসমুহ

কোন বই খুজে পাওয়া যায়নি
খোজা হচ্ছে...