দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় (২৭ জানুয়ারি, ১৯১৭ ― ১০ ফেব্রুয়ারি, ১৯৯৫) একজন বাঙালি জনপ্রিয় শিশুসাহিত্যিক ও কিশোর ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার অন্যতম পুত্র ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় একজন সাহিত্যিক ও সম্পাদক।

দীনেশচন্দ্র অধুনা বাংলাদেশের যশোর জেলার পাইকাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন গণিতজ্ঞ অবনীভূষণ চট্টোপাধ্যায়। প্রথম জীবনে দীনেশচন্দ্র স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে যুক্ত হন ও পরে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি বামপন্থী রাজনীতিবিদ সুধাংশু দাশগুপ্ত, মুজফর আহমেদ ও নৃপেন চক্রবর্তীর সাথে কাজ করেছেন। কমিউনিস্ট পার্টির বাংলা মুখপত্র স্বাধীনতা পত্রিকার সাথে যুক্ত হন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ পাশ করেন।

১৯৬৮ সালে তার উদ্যোগে ও সম্পাদনায় শিশু, কিশোরদের জন্যে কিশোর ভারতী প্রকাশিত হয়।[৩] এই পত্রিকায় তার সর্বাধিক জনপ্রিয় ও আলোচিত উপন্যাস দুরন্ত ঈগল প্রকাশিত হলে দীনেশচন্দ্র বাংলা সাহিত্য জগতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। এডভেঞ্চার উপন্যাস, ছোটগল্প, ঐতিহাসিক ও সামাজিক গল্প লিখেছেন। তার প্রচেষ্টায় কলকাতায় পত্রভারতী প্রকাশনা সংস্থা গঠিত হয় ১৯৮২ সালে।

১৯৮৭ সালে তিনি বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত হন। তার রচিত ভয়ঙ্করের জীবনকথা গ্রন্থটির জন্যে রাষ্ট্রীয় পুরস্কার পান। এছাড়া সারাজীবনের সাহিত্যকীর্তির জন্যে বহু পদক, সম্মান ও পুরস্কার পেয়েছেন দীনেশচন্দ্র।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী

দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় এর বইসমুহ

কোন বই খুজে পাওয়া যায়নি
খোজা হচ্ছে...