দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী

দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী (১৯৩৯-২০২১) বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সরকারি কর্মকর্তা। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক ছিলেন। বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব হিসেবে তিনি সরকারি চাকরি থেকে অবসরগ্রহণ করেন।

দেওয়ান নুরুল আনোয়ারের শিক্ষাজীবন শুরু হয় দিনারপুর এম ই মাদ্রাসায়। পরে দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি মেট্রিকুলেশন পাশ করেন। ১৯৫৯ সালে মৌলভীবাজার কলেজ থেকে আই কম পাশ করেন দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী। বি.এ সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সলিমুল্লাহ কলেজ থেকে ১৯৬২ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে এলএলবি পাশ করেন।

দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী তাঁর সরকারি চাকুরির শত ব্যস্ততার মধ্যেও নিরলস সাহিত্য সাধনা করে গেছেন। তাঁর সাহিত্য সাধনা ও গবেষণার প্রধান বিষয়বস্তু ছিল সিলেট বিভাগের প্রাচীন ইতিহাস-ঐতিহ্য ও সমাজ -সংস্কৃতি।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী

দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী এর বইসমুহ

কোন বই খুজে পাওয়া যায়নি
খোজা হচ্ছে...