নবীনচন্দ্র দাশ

কবি নবীনচন্দ্র দাশ, বিদ্যাপতি ,  ( ২৭ ফেব্রুয়ারি, ১৮৫৩ - ২১ ডিসেম্বর, ১৯১৪) ছিলেন  গত ঊনবিংশ শতকের বাংলা আখ্যান কাব্য রচয়িতাদের অন্যতম কবি।

নবীনচন্দ্র দাশের জন্ম বৃটিশ ভারতের অবিভক্ত বাংলার অধুনা বাংলাদেশের চট্টগ্রামের আলমপুরে। পিতা দীনদয়াল ওরফে মাগনদাস। তিনি প্রখ্যাত তিব্বতি ভাষাবিদ ও পরিব্রাজক রায়বাহাদুর শরচ্চন্দ্র দাশের (১৮৫৪ - ১৯১৭) অনুজ ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ হতে শিক্ষালাভ করেন। কৃতিত্বের সাথে এম.এ ও বি.এল পাশ করে প্রথমে চট্টগ্রাম কলেজে আইনের অধ্যাপক হন। পরে রংপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হন। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার সময় থেকেই তিনি দুটি বাংলা মাসিক পত্রিকা ‘বিভাকর’ ও ‘প্রভাত’ সম্পাদনা করতেন।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী

নবীনচন্দ্র দাশ এর বইসমুহ

কোন বই খুজে পাওয়া যায়নি
খোজা হচ্ছে...