অমীশ ত্রিপাঠি

অনেকে বলেন যে লেখা একক প্রচেষ্টার ফল। তারা মিথ্যা বলেন। এই বইটি লেখা সম্ভব হয়েছে একদল ব্যতিক্রমী মানুষের মিলিত প্রয়াসে। আমি এদের ধন্যবাদ জানাতে চাই। আমার সহধর্মিণী প্রীতি, যিনি সৌন্দর্য, বুদ্ধি ও প্রাণশক্তির এক দুর্লভ সমন্বয়। বইটি রচনার প্রতিটি ধাপে তার সাহায্য ও পরামর্শ আমায় প্রেরণা দিয়েছে। ঊষা, বিনয়, ভাবনা, হিমাংশু, মিতা, অনীষ, দোনেট্টা, আশীষ, শেরনাজ, স্মিতা, অনুজ ও রুতা- আমার পরিবারের খুবই সদর্থক মনােভাবাপন্ন এইসব সদস্যদের এত দিনের উৎসাহ, উদ্দীপনা ও সাহায্যে এই কাজ শেষ করতে পেরেছি। আমার প্রথম প্রকাশক ও এজেন্ট অনুজ বাহরিকে তাঁর এই শিব ত্রয়ী কাহিনির প্রতি সবসময়ে আস্থা রেখে যাওয়ার।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী