অশোক মিত্র

Aoshoke Mitra অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বাংলা ও ইংরেজি ভাষায় প্রাবন্ধিক; ‘কবিতা থেকে মিছিলে’র লেখক। অতীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, কেন্দ্রীয় কৃষিপণ্য মূল্য কমিশনের সভাপতি, ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, পশ্চিমবঙ্গের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং রাজ্যসভার সদস্য। ১৯৯৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন। মুম্বইয়ের ‘ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি’ পত্রিকায় প্রকাশিত তাঁর ক্রমিক মন্তব্য ক্যালকাটা ডায়রি’ একসময় পাঠকদের মধ্যে আলোড়ন তুলেছিল। তাঁর বাংলা বইগুলির মধ্যে ‘অকথা-কুকথা', ‘অচেনাকে চিনে-চিনে, কবিতা থেকে মিছিলে, ‘নাস্তিকতার বাইরে’, ‘চরিত্রাবলী’, ‘পুরানো আখরগুলি’, ‘সমাজসংস্থা আশানিরাশা’, ইত্যাদি বহুখ্যাত।

আরও পড়ুন
ক্যাটাগরী
বইয়ের ধারা
রেটিং
ভাষা
প্রকাশনী

অশোক মিত্র এর বইসমুহ

কোন বই খুজে পাওয়া যায়নি
খোজা হচ্ছে...