লেখক | : কিঙ্কর আহ্সান |
ক্যাটাগরী | : গল্প |
প্রকাশনী | : বর্ষাদুপুর |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ৫১ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
আলাদিনের কেউ নেই। আলাদিনের কেউ কখনই ছিলােনা। আলাদিনের মতন অমানুষদের জন্য কেউ থাকেনা। হায়রে।
আলাদিন পকেট থেকে দেশলাই বাক্সটা বের করে। কেরােসিন দিয়ে ভেজায় নিজের আর নুসরাতের শরীর। নুসরাতকে কাছে টেনে বলে ভালােবাসি। শােন অনেক গল্প আছে। মন দিয়ে শুনবা কিন্তু। আচ্ছা?' এরপর আগুন জ্বালায়। জ্বলতে থাকে সবকিছু। বাইরে থেকে লােকজন শুনতে পায় আলাদিনের চিৎকার। শরীর পােড়ার যন্ত্রনা ভয়ংকর। কি অদ্ভুত আলাদিনের প্রেম। কি ভীষণভাবে নিজেকে শেষ করে দেওয়া। জয়তু আলাদিন। আলাদিন জিন্দাবাদ। আলাদিন পুড়ুক। পুড়ে পুড়ে মরুক। মরেই শান্তি পাক। জীবিত থাকাকালে তাে পুড়তেই হয়েছে। সারাক্ষণ...।
‘আলাদিন জিন্দাবাদ’ বইয়ের গল্পগুলাে এমনই। শীতলপাটি বিছিয়ে কোন এক বিষন্ন বিকেলে কোন এক, কারাে একজনের কাছ থেকে শােনা ভালােবাসার, হতাশার আবার ঠিক ঠিক আশাবাদী হবার গল্প। অপভ্রংশ, পাতার নৌকায় দৃশ্যপট, গুল্লি, আলপিনে কুয়াশা, দিনলিপি রাতলিপি, দেশলাই জীবন, শিরােনাম ডায়রী, জমাটি দুঃখ সুখ, রক্তকষ্ট-শােক, ত্রিচারিনী, পুরুষ এবং নারী, আলাদিন’র গল্পগুলােতে আছে অন্ধকার ঘর, কবর, শােক আর সবশেষে এক টুকরাে আলাে যা মায়ার পরশ বুলিয়ে যায় মননে। ‘আলাদিন জিন্দাবাদ' জ্যান্ত একটি শহর। সেই মাটির, পিচের আর যান্ত্রিকতার শহরে সবাইকে আমন্ত্রণ। আবেগের এই শহরে যাত্রা শুভ হােক। শুভ কামনা।