লেখক | : কিঙ্কর আহ্সান |
ক্যাটাগরী | : সমকালীন উপন্যাস |
প্রকাশনী | : জাগৃতি প্রকাশনী |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ৮৪ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
কাহিনী শুরু হয় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের ছোট বোন পুতুলের মৃত্যু দিয়ে। কিন্তু সে মৃত্যু খুব একটা গুরুত্ত পায়নি উপন্যাস জুড়ে। বরং পরিবারে একটা খুশির আবেশ সৃষ্টি হয় বহুদিন পরে পুতুলের মৃত্যু উপলক্ষে বড় ভাইয়ের ফিরে আসায়।
বড় ভাই আসায় আনন্দের সাথে চাপা উদ্বেগ ও কাজ করতে থাকে। কারন খালাতো বোন নিশার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তাকে ফেলে হঠাৎ একদিন পালিয়ে যায় বড় ভাই। পেটে বাচ্চা আসে নিশার। নিশার বাচ্চাটা কে যেন মেরে ফেলে। পরে বিয়ে হয় নিশার। কিন্তু এখন বড় ভাই আসায় সে প্রেম যদি আবার জেগে ওঠে। এদিকে নায়ক ও ভালোবাসে নিশাকে। কিন্তু পাত্তা পায়না।
এরপর উপন্যাস জুড়ে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কেন পালিয়ে গিয়েছিল বড়ভাই। কারন গ্রামের সবাই জানতো নিশার সাথে বড় ভাইয়ের বিয়ে হবে। তাহলে কি অন্য কিছু আছে? নিশার বাচ্চার বাবা কি অন্য কেউ। আস্তে আস্তে জট খুলতে থাকে। উঠে আসে ভয়ানক নির্মম সত্য।
কি সেই সত্য জানতে হলে আমার মতো আপনাকেও বইটা পড়তে হবে। বইটা সম্পর্কে আমার মতামত হল, খুব একটা ভালো লাগেনি। নাম করন অবশ্য সার্থক। আঙ্গারধানি বা আগুন রাখার পাত্রের মতন পুরো পরিবার যেন জ্বলে পুড়ে মড়ার জন্যই জন্ম নিয়েছে। তবে বইয়ের প্রচ্ছদটা দারুণ।