লেখক | : কাজী আনোয়ার হোসেন |
ক্যাটাগরী | : রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
প্রকাশনী | : সেবা প্রকাশনী |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ২৫৫ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
প্যারিসে একটা অ্যাপার্টমেন্টে মিলিত হয়েছে ওরা পাঁচজন। কেন? তিনজনের আছে সাগরের সঙ্গে সম্পর্ক, দুজনের নেই। পাঁচজন পাঁচ দেশের মানুষ। এমনি সময় ঘটল আরও দুটি ঘটনা। একটি খুদে অ্যাটম বােমা চুরি হলাে ব্রিটেন থেকে। আর ফ্রান্স থেকে খােয়া গেল মিনি সাবমেরিন। শত্রু যে কী পরিমাণ হিংস্র মেরী শার্লটকে উদ্ধার করতে গিয়ে টের পেল মাসুদ রানা। জানা গেল, বন্ধুবেশে নিজেদের ভিতরেই শত্রু আছে কেউ একজন। ওদিকে, আণবিক বােমাসহ রওনা হয়ে গেছে সাবমেরিন। দুটিকে এক করলে কী দাঁড়ায়? মৃত্যু আলিঙ্গন।