লেখক | : হুমায়ূন আহমেদ |
ক্যাটাগরী | : সমকালীন উপন্যাস |
প্রকাশনী | : অন্যপ্রকাশ |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ৭৮ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
মাসিক ‘মুখপত্রে’র প্রথম বর্ষের তৃতীয় সংখ্যায় গল্পের নাম ‘নন্দিত নরকে’ দেখেই আকৃষ্ট হয়েছিলাম। কেননা ঐ নামের মধ্যেই যেন একটি নতুন জীনবদৃষ্টি, একটি অভিনব রুচি, চেতনার একটি নতুন আকাশ উঁকি দিচ্ছিল। লেখক তো বটেই, তাঁর নামটিও ছিল আামার সম্পূর্ন অপরিচিত। তবু পড়তে শুরু করলাম ঐ নামের মোহেই। পড়ে আমি অভিভূত হলাম। গল্পে সবিস্ময়ে প্রত্যক্ষ করেছি একজন সূকহ্মদর্শী শিল্পীর, একজন কুশলী স্রষ্টার পাকা হাত। বাঙলা সাহিত্য ক্ষেত্রে এক সুনিপুন শিল্পীর এক দক্ষ রুপকারের, এক প্রজ্ঞাবান দ্রষ্টার জন্মলগ্ন যেন অনুভব করলাম। জীবনের প্রাত্যাহিকতার ও তুচ্ছতার মধ্যেই যে ভিন্নমুখী প্রকৃতি ও প্রবৃত্তির জটাজটিল জীবন কাব্য তার মাধুর্য, তার ঐশ্বর্য , তার মহিমা, তার গ্লানি, তার দূর্বলতা, তার বঞ্চনা ও বিড়ম্বনা, তার শূন্যতার যন্ত্রনা ও আনন্দিত স্বপ্ন নিয়ে কলেবরে ও বৈচিত্র্যে ম্ফীত হতে থাকে , এত অল্প বয়সেও লেখক তাঁর চিন্তা চেতনায় তা ধারন করতে পেরেছেন দেখেমুগ্ধ ও বিস্মিত। বিচিত্র বৈষয়িক ও বহুমুখী মানবিক সম্পর্কের মধ্যেই যে জীবনের সামগ্রিক স্বরুপ নিহত , সে উপলব্ধিও লেখরে রয়েছে। তাই এ গল্পের ক্ষুদ্র পরিসরে অনেক মানুষের ভিড়, বহুজনের বিদ্যুৎ দীপ্তি ও খণ্ড খণ্ড চিত্রের সমাবেশ ঘটেছে। আপাত নিস্তরঙ্গ ঘরোয়া জীবনের বহুমুথী সম্পর্কের বর্ণালী কিন্তু অসংলগ্ন ও বিচিত্র আলেখ্যের মাধ্যমে লেখক বহুতে ঐক্যের সুষমা দান করেছেন। তাঁর দক্ষতা ঐ নেপুণ্যিই নিহিত। বিড়ম্বিত জীবনে প্রীতি ও করুণার আশ্বাসই সম্বল। হুমায়ুন আহমেদ বয়সে তরুন, মনে প্রাচীন দ্রষ্টা, মেজাজে জীবন রসিক,স্বভাবে রূপদর্শী, যোগ্যতায় দক্ষ রূপকায়। ভবিষ্যতে তিনি বিশিষ্ট জীবনশিল্পী হবেন-এই বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করব। ----- ড. আহমদ শরীফ (ঢাকা বিশ্ববিদ্যালয়)