লেখক | : মুহম্মদ জাফর ইকবাল |
ক্যাটাগরী | : শিশু কিশোর উপন্যাস |
প্রকাশনী | : সময় প্রকাশন |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ১০০ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
যেদিন আমাদের স্কুল ছুটি শুরু হয়েছে সেদিন সকালবেলাতেই আমি আর টিটন আমাদের পেয়ারা গাছটাতে উঠে বসেছিলাম। আমাদের মনে হচ্ছিল স্কুল ছুটি হয়েছে বলে আমাদের ফাটাফাটি আনন্দ শুরু হয়ে যাবে আর সেটা কীভাবে শুরু হয় সেটা দেখার জন্যে এতাে সকালে আমরা পেয়ারা গাছে। উঠে বসে আছি।
| বড় মানুষেরা এই জিনিসগুলাে একেবারেই বুঝতে পারে না। আমি যখন সকালবেলা বাসা থেকে বের হচ্ছি তখন আম্মু জিজ্ঞেস করলেন, “রাতুল এতাে সকালে কই যাচ্ছিস?”
আমি বললাম, “কোথাও না।” “কোথাও না মানে? এইযে বের হচ্ছিস। বের হয়ে কোথায় যাবি?” আমি বললাম, “এই তাে!” “এই তাে মানে?” “এই তাে মানে পেয়ারা গাছে।'
“পেয়ারা গাছে?” মনে হলাে শুনে আম্মু খুবই অবাক হলেন, কিন্তু এতাে অবাক হবার কী আছে আমি বুঝতে পারলাম না। সকালবেলা মানুষ কী পেয়ারা গাছে উঠে বসতে পারে না? | পাশেই মিথিলা দাঁড়িয়ে ছিল সে তখন নাকী সুরে নালিশ করতে শুরু করল, “জান, আঁম্মু, ভাইয়া না পেয়ারা গাছের ডালে পা দিয়ে উল্টা হয়ে ঝুলে আঁকে। গাছের উপরে টিটন ভাইয়ার সাথে মারামারি করে। আঁমি গেলে আঁমার মাথার উপর বিষ পিঁপড়া ছেড়ে দেয়।”
আমি বললাম, “এই মিথিলা ওল্টাপাল্টা কথা বলবি না। ভালাে হবে না কিন্তু খবরদার।”
তখন মিথিলা নাকী সুরে কাঁদো কাঁদো গলায় বলে, “আম্মু পেঁখাে ভাইয়া