লেখক | : সুনীল গঙ্গোপাধ্যায় |
ক্যাটাগরী | : শিশু কিশোর |
প্রকাশনী | : আনন্দ পাবলিশার্স (ভারত) |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ১০৮ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
সকালবেলা হোটেলের ঘরে টেলিফোন বেজে উঠল ঝনবান শব্দে। বাথরুমেও টেলিফোন আছে, দুটো ফোন একসঙ্গে বাজলে বেশি শব্দ হয়। কাকাবাবু বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কামাতে-কামাতে গুন্গুন্ করে একটা গান গাইছিলেন, বেশ চমকে উঠলেন টেলিফোনের আওয়াজ শুনে।
এই হোটেলের অনেক কর্মচারীই বাঙালি। প্রথম দিন রিসেপশান কাউন্টারে এসে কাকাবাবু নিজের নাম বলার আগেই এফটি মেয়ে তাঁকে চিনতে পেরেছিল । হাসিমুখে হাতজোড় করে বাংলায় বলেছিল, “নমস্কার সার, আপানি নিশ্চয়ই মিস্টার রাজা রায়চৌধুরী ? আসুন, আসুন, আমাদের হোটেলের কী সৌভাগা !”সেই মেয়েটির নাম মণিকা দাশগুপ্ত । সে সঙ্গে-সঙ্গে একটা অটোগ্রাফ খাতা বার করে কাকাবাবুর সই নিয়েছিল । এখন কাকাবাবু ফোনের রিসিভার তুলে 'হ্যালো' বলতেই সেই মণিকা নামের মেয়েটিই বলল, “গুড মর্নিং সার । দু'জন ভন্ত্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন । ওপরে আপনার ঘরে পাঠিয়ে দেব?”কাকাবাবু ঘড়িতে দেখলেন, সাতটা পঁচিশ বাজে । এরকম সকালে কারা দেখা করতে এল ? কারও তো আসবার কথা নেই। তিনি যে ভাইজাগ এসেছেন, তাও বিশেষ কেউ জানে না। কাকাবাবু ভুরু কুঁচকে রইলেন। সকালবেলা যে-কোনও লোকের সঙ্গে তাঁর কথা বলতে ইচ্ছে করে না। ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি অনেকক্ষণ সমুদ্রের ধায়ে পায়চারি করেছেন, এখন দাড়ি কামিয়ে স্নানটান করবেন, তারপর ব্রেকফাস্ট খাবেন । দশটার সময় তাঁর এক জায়গায় যাওয়ায় কথা আছে । কাকাবাবু জিজেস করলেন, “কারা এসেছেন, মনিকা ওদের কি আমার সঙ্গে দেখা করার কথা ছিল ?” মনিকা বলল, “না সার । সেটা আমি আগেই জিজ্ঞেস করেছি। এঁদের কোনও এপয়েন্টমেন্ট নেই। কিন্তু এঁরা বলছেন, আপনার সঙ্গে জরুরি দরকার |” কাকাবাবু বললেন, “দুঃখিত । ওদের বলে দাও, এখন দেখা করতে পারছি না। আমি এখনও তৈরি হইনি |” কাকাবাবু ফোনটা রেখে দিয়ে গালে আবার সাবান ঘষতে লাগলেন । আবার বেজে উঠল ফোন । কাকাবাবু এবার একটু কড়া গলায় বললেন, “মণিকা, আমি চাই না কেউ এখন আমাকে বিরক্ত করুক । আমি এখন স্নান করতে যাচ্ছি । সকাল ন-্টার আগে আমাকে আর টেলিফোনে ডেকো না।” মণিকা আড়স্টভাবে বলল, “দুঃখিত সার, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি সার, কিস্তু এরা বলছেন, এঁরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছেন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। আপনি ফোনে কথা বলবেন ? আমি এখানে বেড়াতে এসেছি, কোনও কাজের কথা শুনতে চাই না!” ফোনটা কেটে দিয়ে কাকাবাবু আবার দাড়ি কামানোতে মন দিলেন। কিন্ত একটু আগে যে গানটা গাইছিলেন, সেটা আর মনে এল না। দাড়ি কামিয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে তিনি সুটকেস খুলে জামা-কাপড় বার করতে লাগলেন । হোটেলের ঘরের এক দিকের দেওয়াল সম্পূর্ণ কাচের । পর্দা সরালেই দেখা যায় সমুদ্র । এই শহরটার নাম ফেউ বলে বিশাখাপত্তনম, কেউ বলে ভাইজাগ ॥ এখানকার সমুদ্র ভারী সুন্দর ৷ দরজায় দু'বার টোকা পড়ল । কাকাবাবু ভাবলেন, ভোরবেলা একটি বেয়ারা বেড-টি দিয়ে গিয়েছিল, সে বোধ হয় কাপ-প্লেট নিতে এসেছে। কাকাবাবু বললেন, “কাম-ইন ” আবার দু'বার টকটক শব্দ হল দরজায় । দরজা ভেতর থেকে বন্ধ । কাকাবাবু এগিয়ে গিয়ে খুলে দিলেন । বাইরে দাঁড়িয়ে আছে দুটি মাঝবয়েসী লোক । একজন সাদা শার্ট-প্যান্ট পরা, অন্যজনের একেব্যরে পুরোদত্তর পুলিশের খাকি পোশাক, কোমরে রিভলভার, মাথায় টুপি পর্যন্ত । কাকাবাবু এদের আগে কখনও দেখেননি । কাকারাবু বিরক্ত হয়ে বললেন, “কী ব্যাপার ? আমি এখন কারও সঙ্গে দেখা করতে চাইনি |” সাদা পোশাক পরা ব্যক্তিটি বলল, "দুঃখিত, মিঃ রায়টৌধুরী । আমরা ডিউটি করতে এসেছি । আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে । "
কাকাবাবু বললেন, “কথা বলার তো একটা সমর-অসময় থাকে ? আপনাদের কে পাটিয়েছেন ? অনেক সময় পুলিশের লোকের! নানা ব্যাপারে আমার পরামর্শ চায় । “এখানকার পুলিশের কোনও ব্ড়কতর্কে তো আমি চিনি না। আপনাদের যে-ই পাঠাক, তাঁকে গিয়ে বলুন, এখানে আমি পুলিশের কোনও ব্যাপারে মাথা ঘামাতে রাজি নই। আমি একটু শান্তিতে থাকতে চাই।” পুলিশ দু'জন পরস্পরের দিকে চোখাচোখি করল । খাকি পোশাক পরা পুলিশটি রুক্ষতাবে বলল, “দরজার কাছ থেকে সয়ে দাঁড়ান, আমরা তেতরে
ঢুকে কথা বলব ।” সাদা পোশাক পরা লোকটি হাত তুলে তাকে থামতে ইঙ্গিত করে বিনীতভাবে বলল, “মি: রায়চৌধুরী, আমাদের কেউ পাঠায়নি । আমরা স্পেশ্যাল স্কোয়াড থেকে আসছি । আমার নাম রঙ্গরাজ, আমায় সঙ্গীর নাম রমা রাও ।“একটা কেসের বাপারে আপনার সঙ্গে কথা বলা দরকার । আপনাকে সব খুলে বললে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন । আমরা! কি ভেতরে গিয়ে বসতে পারি ?" রঙ্গোরাজ তার জামার ভেতরের দিকের পকেট থেকে পরিচয়পত্র বার করে দেখাল । কাকাবাবু দরজার কাছ থেকে সরে এলেন। পুলিশ দু'জন দুটি চেয়ারে বসল । কাকাবাবু কাচ দুটো নামিয়ে রেখে আ্বার-একটা চেয়ার টেনে নিলেন। রঙ্গােরাজ একটা নোটবুক আর কলম হাতে নিয়ে বলল, “আপনার নাম রাজা রায়চৌধুরী, আপনি কলকাতা থেকে এসেছেন, ঠিক ?