লেখক | : সুনীল গঙ্গোপাধ্যায় |
ক্যাটাগরী | : সমকালীন উপন্যাস |
প্রকাশনী | : সজীব প্রকাশন |
ভাষা | : বাংলা |
পৃষ্ঠা | : ৬৫ পাতা |
মুল্য | : ০.০০৳ |
রেটিং |
:
(০)
|
কোন ডাউনলোড রেকর্ড নেই |
বই এর মূল চরিত্র রাণুদি। মানসিক সমস্যা আক্রান্ত (বাইপোলার ডিজঅর্ডার মনে হয়). বয়স ২০-২২, আর 17 বছরের বালক(যুবক) নীলু। নীলুর চোখ দিয়ে লেখক রাণুদিকে দেখিয়েছেন। রাণুদির প্রতি নীলুর অপ্রকাশিত প্রথম ভালোবাসা, যে ভালোবাসার জন্য নিজের জীবনকে দিয়ে দিতে পারলে যে কেউ নিজেকে ধন্য মনে করতে পারে, সেরকম ভালোবাসা।
গল্পে ১৭ বছরের একটা ছেলের চোখ, অনুভূতি, আবেগ কিভাবে পুরুষ হয়ে ওঠে তা ফুটিয়ে তুলেছেন লেখক খুব সুন্দর ভাবে।
আমার নিজের জীবনের কিছু ঘটনা মনে করিয়ে দিলো গল্পটা। রানুদি যখন নীলুর পায়ে ডেটল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলো, তখন ভালোবাসার নারীর প্রথম ছোঁয়া নীলুর শরীরে যে শিহরন জাগিয়েছিল, রাণুদির শরীরের গন্ধ নীলুকে যেভাবে মাতাল করে দিয়েছিলো, সেরকম ভাবে সব ছেলেদের জীবনেই কোনো না কোনো রাণুদি কোনো না কোনো ভাবে এসেছে। আমার জীবনে অন্তত এসেছে। কল্পনায় রাণুদিদেরকে নিয়ে অনেক কিছু ভাবার পর যে অপরাধবোধ তখন কাজ করতো, সেটা ভাবতে অজও খুব ভালো লাগে যে তখন কত পবিত্র ছিলো মন। নীলুরও ওরকম পাপবোধ কাজ করতো।